পূর্বধলায় পিক-আপ ভ্যানের নিচে চাপা পড়ে কিশোরের মৃত্যু

পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা :  নেত্রকোনার পূর্বধলায় পিক-আপ ভ্যানের নিচে চাপা পড়ে জয় রবিদাস (১৬) নামের এক কিশোর মারা গেছে। শনিবার  (২৪ জুন ) দিবাগত রাত সোয়া ৮টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের পূর্বধলা উপজেলার ভবের বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত জয় রবিদাস স্থানীয় কিসমতবারেঙ্গা গ্রামের মৃত মুকুল রবিদাসের ছেলে। 


এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাগেছে, শনিবার দিবাগত রাত সোয়া ৮টার দিকে জয় রবিদাস রাস্তা পার হওয়ার সময় নেত্রকোনা থেকে ময়মনসিংহগামী একটি পিক-আপ ভ্যান তাকে চাপা দেয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 


শ্যামগঞ্জ হাইওয়ে থানার ইন-চার্জ একেএম মুঞ্জুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর

এডিটর নির্বাচিত ভিডিও