পূর্বধলায় ৬শ’গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী আটক

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি :  নেত্রকোনার পূর্বধলায় ৬শ’গ্রাম হেরোইনসহ ইসমাইল হোসেন (২১) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব। শুক্রবার রাত পৌনে ১টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের পূর্বধলা উপজেলার  মহিষবেড় নামক স্থান থেকে তাকে আটক করা হয়।,  


আটককৃত ইসমাইল হোসেন রাজশাহীর গোদাগাড়ীর চর আমতলা খাসমহল গ্রামের  গোলাম রব্বানীর ছেলে। ময়মনসিংহ র‌্যাব-১৪ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক, অপারেশন ও মিডিয়া কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান,  গোপন সংবাদের ভিত্তিতে মহিষবেড় এলাকায় রাস্থায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় ইসমাইল সিএনজিচালিত অটোরিকশায় চড়ে যাচ্ছিলেন। তখন তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৬শ’গ্রাম হেরোইন জব্দ করা হয়। অটোরিকশাসহ তাকে আটক করা হয়েছে।,


জব্দ করা হেরোইনের বাজার মূল্য আনুমানিক ৬০ লাখ টাকা হবে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইসমাইল মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাকে পূর্বধলা থানায় হস্তান্তর করা হয়েছে। ‘,

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর

এডিটর নির্বাচিত ভিডিও