‘লোডশেডিংয়ের ভোগান্তি থাকবে আরও ২ মাস’
ঢাকা: জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে যে ঘাটতি দেখা দিয়েছে তা আগামী সেপ্টেম্বরের আগে কাটছে না। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘লোডশেডিং কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে, হয়তো সেপ্টেম্বর থেকে পরিস্থিতি উন্নতি হবে।’
এখন বিশ্বব্যাপী জ্বালানির সংকট এবং উর্ধ্বমুখী মূল্য পরিস্থিতি বিরাজ করছে। যে কারণে আমাদের লোডশেডিং করতে হচ্ছে। এটা সাময়িক। প্রাথমিক ধকল আমরা সামলে নিতে পেরেছি’— বলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।,
তিনি বলেন, এখন প্রযুক্তি অনেক কাজ সহজ ও সময় কমিয়ে দিয়েছে। আগে যে নতুন প্রযুক্তি আসতে কয়েক দশক সময় লেগে যেত এখন তা দ্রুত কয়েক মাসের মধ্যে পাওয়া যাচ্ছে। আর এ কারণে আমরা তা ব্যবহারের প্রস্তুতি নিচ্ছি। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, হাইড্রোজেন প্ল্যান্ট সামনে হয়ত আরও নতুন কিছু আসবে। সেসব ব্যবহারের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি।,
এ সময় বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।,
from Sarabangla https://ift.tt/EHa2NXU


