কুলদ্বীপ যাদব ও মুস্তাফিজুর রহমানের দুর্দমনীয় বোলিংয়ের কল্যাণে দারুণ জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস। কোলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) তারা হারিয়েছে ৪ উইকেটের ব্যবধানে।
কেকেআরের মিডল অর্ডারকে নাস্তানাবুদ করেছেন কুলদ্বীপ। আর শেষ ওভারে এসে নিজের পুরনো ঝলক দেখিয়েছেন মুস্তাফিজ। এ দুইজনের চতুর বোলিংয়ের কারণে ৯ উইকেটে ১৪৬ রানের বেশি করতে পারেনি কেকেআর।
কেকেআরের পক্ষে নিতিশ রানা ৫৭ ও অধিনায়ক শ্রেয়াস আইয়ার ৪২ রান করেন। এছাড়া রিংকু সিংয়ের ব্যাট থেকে আসে ২৩ রান।
মাত্র ৩ ওভার বল করার সুযোগ পেয়ে ১৪ রানে ৪ উইকেট কুলদ্বীপ, ম্যাচ সেরার পুরস্কারও পান তিনি। মুস্তাফিজ ৪ ওভারের ভিন্ন ভিন্ন স্পেলে মাত্র ১৮ রান দিয়ে ৩টি উইকেট নেন, তার সবগুলো উইকেট এসেছে শেষ ওভার থেকে।
জবাবে ডেভিড ওয়ার্নার ও রভম্যান পাওয়েলের দাপুটে ব্যাটিংয়ে ১ ওভার হাতে রেখে জয় পেয়ে যায় দিল্লি। ‘ওয়ার্নার ২৬ বলে ৪২ ও পাওয়েল ১৬ বলে অপরাজিত ৩৩ রান করেন। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে আক্সার প্যাটেলের ব্যাট থেকে আসে ২৪ রান।,
কেকেআরের পক্ষে উমেশ যাদব ৩ উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোরঃ
কোলকাতা নাইট রাইডার্সঃ ১৪৬/৯ (২০), ফিঞ্চ ৩, ভেঙ্কটেশ ৬, শ্রেয়াস ৪২, ইন্দ্রজিৎ ৬, নারাইন ০, নিতিশ ৫৭, রাসেল ০, রিংকু ২৩, সাউদি ০, উমেশ ০*, হারশিত ০*; মুস্তাফিজ ৪-০-১৮-৩, সাকারিয়া ৩-০-১৭-১, আক্সার ৪-০-২৮-১, কুলদ্বীপ ৩-০-১৪-৪
দিল্লি ক্যাপিটালসঃ ১৫০/৬ (১৯), পৃথ্বী ০, ওয়ার্নার ৪২, মার্শ ১৩, ললিত ২২, পান্ট ২, রভম্যান ৩৩*, আক্সার ২৪, শারদুল ৮*; উমেশ ৪-০-২৪-৩, হারশিত ৩-০-২৪-১, নারাইন ৪-০-১৯-১
ফলাফলঃ দিল্লি ক্যাপিটালস ৪ উইকেটে জয়ী।
ম্যাচ সেরাঃ কুলদ্বীপ যাদব ( দিল্লি ক্যাপিটালস।
এই পোস্টটি শেয়ার করুন