গাছের সঙ্গে বেঁধে মারধর: ছেলেসহ ইউপি চেয়ারম্যান গ্রেফতার
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের পটিয়া উপজেলায় আওয়ামী লীগ নেতাকে গাছে বেঁধে নির্মমভাবে মারধরের ঘটনায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক চেয়ারম্যান ও তার ছেলেকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৩০ এপ্রিল) ভোরে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের পশ্চিম হাইদগাঁও গ্রামে নিজ বাড়ি থেকে ইউপি চেয়ারম্যান ও তার ছেলেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার বদরুদ্দোজা মোহাম্মদ (বিএম) জসিম হাইদগাঁও ইউনিয়নের চেয়ারম্যান। গত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন না পেয়ে বিদ্রোহী হিসেবে তিনি নির্বাচিত হন। তার ছেলে মুশফিক উদ্দিন ওয়াসি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র এবং ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। `মারধরের শিকার জিতেন কান্তি গুহ হাইদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি।,
তিনি পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত আছেন। গতকাল শুক্রবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ব্রাহ্মণঘাটা গ্রামে গাউছিয়া কমিউনিটি সেন্টারের সামনে জিতেন কান্তি গুহকে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়। গাছের সঙ্গে বাঁধা অবস্থায় জিতেনের রক্তাক্ত একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।,
পুলিশ ও আওয়ামী লীগের নেতাদের ভাষ্য অনুযায়ী, শুক্রবার গাউছিয়া কমিউনিটি সেন্টারে হাইদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছিল। বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ায় ইউপি চেয়ারম্যান বিএম জসিমকে ইফতারে মাহফিলে দাওয়াত দেওয়া হয়নি। দুপুরের দিকে জসিমের অনুসারী ৩০-৪০ জন কমিউনিটি সেন্টারের সামনে গিয়ে আওয়ামী লীগ নেতাদের নাম ধরে গালাগাল করতে থাকে। জিতেন গুহ বেরিয়ে আসলে ইন্দ্রজিৎ লিও নামে সাবেক এক ইউপি সদস্য জিতেন গুহকে ঘুষি মারেন।
এসময় তার সঙ্গে থাকা বাকি লোকজন জিতেন গুহকে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে গাছের সঙ্গে বেঁধে মারধর করে। আহত জিতেন কান্তি গুহ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় জিতেনের ভাই তাপস কান্তি গুহ বাদী হয়ে ইউপি চেয়ারম্যান জসিমকে প্রধান আসামি করে সাতজনের নাম উল্লেখ করে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। জসিমের ছেলে ওয়াসি মামলার এজাহারভুক্ত দ্বিতীয় আসামি। এতে অভিযোগ করা হয়েছে, ইউপি চেয়ারম্যান জসিমের নির্দেশে জিতেনকে মারধরের ঘটনা ঘটেছে।
হামলার সময় চেয়ারম্যান ও তার ছেলে ঘটনাস্থলে ছিলেন। জানতে চাইলে পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘মামলা দায়েরের পর আজ (শনিবার) ভোর চারটার দিকে ইউপি চেয়ারম্যান বিএম জসিমের বাড়িতে অভিযান চালিয়ে তাকে এবং ছেলেকে গ্রেফতার করা
হয়েছে। `তাদের আদালতে পাঠানো হচ্ছে।’
The post appeared first on Sarabangla http://dlvr.it/SPWNhg
এই পোস্টটি শেয়ার করুন