নেত্রকোনায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে প্রশিক্ষণ অনুষ্ঠিত
এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনা ঃ নেত্রকোনায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে পরিবহন চালক ও শ্রমিকদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোনা জেলা পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় পরিবেশে অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন "শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্প " আজ বুধবার সকাল ১১টায় রাজুর বাজারস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এই প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করে।
ময়মনসিংহ বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক ফরিদ আহমদ এর সভাপতিত্বে, নেত্রকোনা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সাবিকুন্নাহার এর সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোঃ সেলিম মিঞা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফখরুজ্জামান জুয়েল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক রুবেল মাহমুদ, নেত্রকোনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পীযুষ কান্তি সরকার, বিআরটিএ'র সহকারী পরিচালক ইন্জিনিয়ার মোবারক হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন নেত্রকোনা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস।
প্রশিক্ষণ কর্মসূচিতে বক্তারা শব্দ দূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।