এই মাত্র পাওয়া

আজ ,

সাভার শিল্পাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ফি মওকুফের দাবি

সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ফি মওকুফের দাবি জানিয়েছে সাভার উপজেলা ছাত্র ইউনিয়ন।সোমবার (১৮ মে) সংগঠনের সাভার উপজেলা কমিটির সভাপতি ইসহাক সাগর ও সাধারণ সম্পাদক খালিদ রাব্বি এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘‘সাভার-আশুলিয়া শ্রমিক অধ্যুষিত অঞ্চল। এসব এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের সঙ্গে সঙ্গে শ্রমিকদের সন্তানরাও লেখাপড়া করেন।ফলে অনেকের পক্ষেই এই সময়ে শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত ফি প্রদান করা সম্ভব না। কারণ এমনিতেই সবর্ত্র লকডাউনে মধ্যবিত্ত নিম্নমধ্যবিত্ত এবং স্বল্পআয়ের মানুষের অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে।‘তাছাড়া এখন সাধারণ মানুষের অনেকে নিজেদের দৈনন্দিন নিত্যপ্রয়োজনীয় চাহিদা মেটাতেই হিমশিম খাচ্ছে।

 এই অবস্থায় অবিলম্বে সরকারকে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে। 
প্রয়োজনে শিক্ষা খাতেও প্রনোদনা নিশ্চিত করতে হবে। যেন শিক্ষকরাও এই সময়ে তাদের ন্যায্য অধিকার পান। আবার শিক্ষার্থীরা তাদের টিউশন ফির জন্য শিক্ষাজীবন থেকে ঝরে না পড়ে। সরকার ও স্থানীয় প্রশাসনকে দ্রুত সময়ের মধ্যেই এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর

এডিটর নির্বাচিত ভিডিও