দুর্গাপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: ‘‘ খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন’’ এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উদ্যোগে সপ্তাহব্যাপি নানা আয়োজনে শুক্রবার দিবসটি পালিত হয়েছে। 
এ উপলক্ষে বর্নাঢ্য র‌্যালী শেষে উপজেলা আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা তানজিরুল ইসলাম রায়হান এর সঞ্চালনায় পুষ্টি সম্পর্কে জনসচেতনা সৃষ্টিতে বিভিন্ন কার্যক্রম ও করণীয় বিষয়ে আলোচনা শেষে দেশের বর্তমান প্রেক্ষাপটে ১৪০জন হতদরিদ্র মায়েদের মাঝে যুষ্টিযুক্ত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় অন্যদের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা খানম, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. আহসান হাবিব, উপজেলা যুবলীগ সভাপতি সুমন চৌধুরী সহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 

ডা: আহসান হাবিব বলেন, অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ চিকিৎসা সেবায় অনেক এগিয়ে গেছে। বর্তমান সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতকে মান সম্মত করার লক্ষে নিরলস কাজ করে যাচ্ছেন। দেশের বর্তমান প্রেক্ষাপটে স্বাস্থ্য বিষয়ক সকল পরামর্শ নিতে সরকারী হাসপাতালে আসার জন্য অনুরোধ জানান, সেই সাথে দেশ ও জাতিকে রক্ষায় সরকারী নির্দেশনা মেনে সকলকে ঘরে থাকার অনুরোধ জানান।

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর

এডিটর নির্বাচিত ভিডিও