পূর্বধলায় কৃষকের ধান কেটে দিলেন উপজেলা চেয়ারম্যান

মো: জায়েজুল ইসলাম,পূর্বধলা : নেত্রকোনার পূর্বধলায় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম সুজনের নেতৃত্বে আজ শুক্রবার (২৪ এপ্রিল) আগিয়া ইউনিয়নের হাটকান্দা গ্রামের রফিক ও হামেদ নামের দুই কৃষকের বোরোধান কেটে দেওয়া হয়েছে। এসময় উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের ৭০জন নেতা কর্মী কাস্তে নিয়ে ওই কৃষকের ধান কেটে বাড়ী পর্যন্ত পৌছিয়ে দেন। 
বর্তমান করোনা ভাইরাসের কারণে কৃষকের পাকা ধান কাটার জন্য শ্রমিক সংকট দেখা দিয়েছে।  তাছাড়া কালবৈশাখীর চিন্তায় মাঠের পাকা ধান নিয়ে কৃষক এমনিতেই চিন্তাগ্রস্থ। এই ভাবনা থেকেই পূর্বধলা উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজনের নেতৃত্বে আওয়ামীলীগ ও অংগ সংগঠনের ৭০ জন নেতাকর্মীর অংশ গ্রহনের টিম গঠন করে এ উদ্যোগ গ্রহন করা হয়। ধান কাটার এ ব্যতিক্রমী উদ্যোগে আশা জেগে উঠেছে পূর্বধলার কৃষকদের মাঝে।
এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন বলেন, করোনাকালে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা কৃষকের পাশে আছি। ধান কাটার এ কর্মসূচী অব্যাহত থাকবে। 

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর

এডিটর নির্বাচিত ভিডিও