ইরাকে মার্কিন দূতাবাসের কাছে ক্ষেপণাস্ত্র হামলা
ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসের কাছে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে দেশটির দুইটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি। এখনো কেউ এই ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেনি। খবর এনডিটিভির।
সূত্র দুইটির কাছ থেকে তিনটি ও পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলার দুইটি পৃথক তথ্য পাওয়া গেলেও এর সঠিক সংখ্যা জানা যায়নি। পাশাপাশি এই হামলায় কারো আহত হওয়ার খবরও পাওয়া যায়নি।
ইরাকের টাইগ্রিস নদীর কাছে পশ্চিমাংশে যেখানে অধিকাংশ বিদেশি দূতাবাস রয়েছে, সেখান থেকেও ক্ষেপণাস্ত্রের আঘাত হানার শব্দ শোনা গেছে বলে জানিয়েছে ওই অঞ্চলে অবস্থানরত এএফপির সংবাদকর্মীরা।
এই পোস্টটি শেয়ার করুন