এই মাত্র পাওয়া

আজ ,

পূর্বধলায় আমেনা খাতুন শিক্ষাবৃত্তি প্রদান

নেত্রকোণার পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের বাঁশাটি গ্রামের আমেনা খাতুন ফাউন্ডেশনের উদ্যোগে প্রাথমিকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

শিক্ষানুরাগী মোঃ আবদুস ছাত্তার নুনু তার মায়ের নামে আমেনা খাতুন ফাউন্ডেশন গঠন করে ২০১৫ সাল থেকে এই বৃত্তি দিয়ে আসছেন।

রবিবার (২২ ডিসেম্বর) বিকেলে কন্দর্প বাঁশাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিকের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এতে ধলামূলগাঁও ইউনিয়নের ২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮০ জন মেধাবী শিক্ষার্থী অংশ নেয় বলে জানান কন্দর্প বাঁশাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম খান রুবেল।

পরীক্ষার পর সেরা ৮জনকে বৃত্তির জন্যে নির্বাচিত করে  ফলাফল ঘোষণা করা হয়। এদের মধ্যে দুইজনকে ট্যালেন্টপুল ও ৬ জনকে সাধারণ বৃত্তি দেয়া হয়। ট্যালেন্টপুলে প্রত্যেককে এককালিন নগদ এক হাজার টাকা  করে ও সাধারণ গ্রেডে প্রত্যেককে আট শত টাকা করে প্রদান করা হয় ।

বৃত্তির টাকা প্রদান উপলক্ষে স্কুল কক্ষে আমেনা খাতুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আবদুস ছাত্তার নুনু’র সভাপতিত্বে আলোচনা সভায়  প্রধান অতিথি ছিলেন,  উপজেলা শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম। বিশেষ অতিথি ছিলেন, সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম। 

এতে কন্দর্প বাঁশাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম খানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কালডোয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির আহমদ খান কামাল, কুড়িকুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, মৌদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোহাম্মদ শাহা আলম, শালথী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহমদ বাবুল, ধলামূলগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. একলাছ মিয়া, আতকাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান, আব্দুল বারেক, বাবুল চন্দ্র সরকার প্রমুখ। আলোচনা শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে অতিথিরা বৃত্তির টাকা তুলে দেন।
এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর

এডিটর নির্বাচিত ভিডিও