পূর্বধলায় তিন সন্তানের জনক কর্তৃক মাদ্রাসা ছাত্রী ধর্ষিত
মামলার বিবরণে জানাযায়, গত ২৫ মে ২০২৩ তারিখ বিকালে উপজেলার পদুকান্দা দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণির ওই ছাত্রীটি মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে উপজেলার আগিয়া ইউনিয়নের বেড়াইল গ্রামের মৃত মুক্তার উদ্দিনের ছেলে তিন সন্তানের জনক মোহাম্মদ আলী তার পথরোধ করে বেড়াইল গ্রামের জনৈক আজিজ মাস্টারের জঙ্গলের ভিতরে একটি সেচ ঘরে নিয়ে জোড়পূর্বক ধর্ষণ করে। পরে ছাত্রীটি বাড়ি এসে বিষয়টি তার পরিবারকে জানায়।
ধর্ষিতার বাবা জানান, এ সময় তিনি জীবিকার তাগিদে কক্সবাজারে ছিলেন। বাড়ি এসে বিষয়টি তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে তারা তাকে আইনের আশ্রয় নেওয়ার কথা বলেন। তাই তিনি গত ৩০ মে নেত্রকোনা জেলা বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতে ধর্ষক মোহাম্মদ আলীকে আসামী করে একটি মামলা দাযের করেন। মামলা দায়েরের দীর্ঘ প্রায় দেড় মাস অতিবাহিত হলেও আইনশৃঙ্খলাবাহীনি এখনও আসামীকে আটক করতে পারেনি।
আদালত সূত্রে জানাযায়, মামলাটি বর্তমানে তদন্তের জন্য পিবিআই নেত্রকোনা জোনে পাঠানো হয়েছে।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নেত্রকোনা এর ইন্সপেক্টর অভিরঞ্জন দে জানানা, ইতোমধ্যেই ঘটনাটি তদন্ত করা হয়েছে। ধর্ষিতার ২২ধারাসহ ডাক্তার কর্তৃক পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। ডাক্তারী প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে আদালতকে অবহিত করা হবে।