পূর্বধলায় ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় এক যুবতীকে ধর্ষণ করার অপরাধে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি শ্রী রমেন্দ্র চন্দ্র সরকার (৬৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পূর্বধলা থানা পুলিশ । আজ শনিবার (৩জুন) বিকালে উপজেলার ঘাগড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রমেন্দ্র চন্দ্র সরকার উপজেলার ঘাগড়া গ্রামের মৃত রমেশ চন্দ্র সরকারের ছেলে।
পুলিশ জানায়, গত ২০১২ সালে উপজেলার ঘাগড়া গ্রামের এক যুবতীকে (১৮) গ্রেপ্তারকৃত ওই রমেশ চন্দ্র সরকার ধর্ষণ করলে ধর্ষিতার চাচা কাসেম আলী বাদী হয়ে ওই বছরের ১২ জুন পূর্বধলা থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ১২ সেপ্টেম্বর বিজ্ঞ আদালতে এ ব্যাপারে চার্জশিট দাখিল করেন।
দীর্ঘ চার বছর পর ২০১৬ সালের ১৮ মে তারিখে নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/২০০৩ এর ৯ (১) ধারায় আদালতে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত শ্রী রমেন্দ্র চন্দ্র সরকারকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। রায়ের পর থেকেকেই আসামী পলাতক ছিলেন।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, তার নেতৃত্বে গোপন সংবাদের
ভিত্তিতে নেত্রকোনা জেলা পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ এর নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) মোহাম্মদ হারুন উর রশিদ এবং অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শিবলী সাদিক এর তত্ত্বাবধানে অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শ্রী রমেন্দ্র চন্দ্র সরকারকে গ্রেপ্তার করা হয়।


