নিজের গ্যারেজে বিদ্যুৎস্পর্শে মালিকের মৃত্যু
রাজধানীতে বিদ্যুৎস্পর্শে আলম মিয়া নামে এক ব্যক্তি মারা গেছেন। গতকাল শনিবার তেজগাঁও শিল্পাঞ্চলের কুনিপাড়ায় একটি ভ্যান গ্যারেজে এ ঘটনা ঘটে। নিহত আলম ওই গ্যারেজের মালিক ছিলেন।,
আলম মিয়ার ছেলে মমিন হোসাইন জানান, তাদের গ্রামের বাড়ি ভোলার চরফ্যাসনের শরীফপাড়ায়। কুনিপাড়ায় তার বাবার ভ্যানের একটি গ্যারেজ রয়েছে। সকালে একটি ভ্যানে চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পর্শ হন তিনি। পরে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আলমকে মৃত ঘোষণা করেন।,
এই পোস্টটি শেয়ার করুন