পূর্বধলায় ৩শ’পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় ৩শ’পিস ইয়াবাসহ সাহেদ আলী (২১) নামের এক মাদক কারবারীকে আটক করেছে পূর্বধলা থানার পুলিশ।  রবিবার (১২ মার্চ) দিবাগত রাত পৌঁনে ১২টার দিকে উপজেলার জারিয়া ইউনিয়নের জারিয়া বাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার জাদিমুড়া গ্রামের মৃত আলী আহাম্মদ আলীর ছেলে।

পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন যাবত ভ্রাম্যমান হিসেবে বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিল।


গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) আলাল উদ্দিন, এসএসআই মোকাম্মেল হোসাইন ও এএসআই ফারুক ইসলাম খান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ৩শ’পিস ইয়াবাসহ তাকে আটক করে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে পূর্বধলা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের পর সোমবার আসামীকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর

এডিটর নির্বাচিত ভিডিও