পূর্বধলায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবলীগ নেতা আহত

পূর্বধলা ( নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় দুর্বৃত্তদের হামলায় কামরুজ্জামান উজ্জল (৪৮) ও ফেরদৌস আলম (৪৭) নামের দুই যুবলীগ নেতা আহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৪মার্চ) বিকালে উপজেলা সদরের পূর্বধলা খাদ্যগুদাম রোডের মোড়ে  এ হামলার ঘটনা ঘটে। 

আহত কামরুজ্জামান উজ্জল পূর্বধলা উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও ফেরদৌস আলম ওই কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। তারা দুইজনই স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ওয়ারেসাত হোসেন বেলাল’র (বীরপ্রতিক) আস্থাভাজন।


পুলিশ জানায়, আজ বিকাল পৌঁনে দুইটার দিকে কামরুজ্জামান উজ্জল ও ফেরদৌস আলম  একটি মোটরসাইকেলযোগে উপজেলা পরিষদ থেকে বাড়ি যাচ্ছিলেন। পথে পূর্বপরিকল্পিতভাবে ওৎ পেতে থাকা দুর্বৃত্তদের একটি সংঘবদ্ধ দল তাদের গতিরোধ করে অতর্কিত হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা ওই দুই নেতাকে  ধারালো অস্ত্র  এবং লোহার রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করে।


স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।


পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থলের আশ-পাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার চেষ্ঠা চলছে। আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।




এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর

এডিটর নির্বাচিত ভিডিও