পূর্বধলায় কমিউনিটি পুলিশং ডে উদযাপিত
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : “কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শনিবার নেত্রকোনার পূর্বধলা থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশং ডে উদযাপিত হয়েছে।,
এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।,
সভায় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নূরুল আলম’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্স।,
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, পূর্বধলা জেএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী মামুন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, দেউটুকোন আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিউটন সরকার, ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ বেপারী, আমিরুল ইসলাম আল-আমিন, রেজুয়ানুর রহমান রনি প্রমুখ।,
বক্তারা সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কমিউনিটি পুলিশং কার্যক্রমকে আরো বেগবান করার আহবান জানান।'



