বঙ্গোপসাগরে আবারও লঘুচাপের পূর্বাভাস
ঢাকা: বঙ্গোপসাগরে আবারও একটি লঘুচাপের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এর ফলে সারাদেশের বৃষ্টিপাত বাড়তে পারে। শনিবার (১ অক্টোবর) আবহাওয়ার পূর্বাভাস বলছে, বৃষ্টিপাতের পাশাপাশি ঝড়োহাওয়া বয়ে যেতে পারে।,
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানিয়েছেন, মৌসুমি বায়ুর অক্ষ পূর্ব উত্তর প্রদেশ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।,পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গা অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারিবর্ষণ হতে পারে। এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে।,
from Sarabangla https://ift.tt/hE4s65j
এই পোস্টটি শেয়ার করুন