"ঝিনাইগাতীতে প্রতিপক্ষকে ফাঁসাতে খড়ের পালায় আগুন দেওয়ার অভিযোগ"

ঝিনাইগাতী প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের খড়ের পালায় আগুন দেওয়ার অভিযোগ উঠেছে জনৈক আব্দুল মালেক নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ২২ অক্টোবর শনিবার রাতে উপজেলার গৌরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। মালেক ওই গ্রামের মৃত জবেদ আলীর ছেলে। আর স্থানীয় সাংবাদিকদের কাছে এমন অভিযোগটি দায়ের করেন একই গ্রামের দরিদ্র সাদেকুল ইসলাম।,

সাদেকুল ইসলাম জানান, তিনি গত ২ বছর আগে সুদে ১৮ হাজার টাকা ধার নেন আব্দুল মালেকের কাছ থেকে। পরিবারের সদস্যদের জীবিকা নির্বাহের তাগিদে তিনি স্বপরিবারে ঢাকায় থাকেন। বছরে দু' একবার বাড়িতে আসেন। ইতোমধ্যে মালেকের কাছ থেকে নেয়া ১৮ হাজার টাকার সুদে আসলে ২৩ হাজার টাকা পরিশোধ করেন সাদেকুল। ,


কিন্ত আব্দুল মালেকের দাবি তিনি আরো ৪০ হাজার টাকা পাবেন সাদেকুলের কাছ থেকে। আব্দল মালেক ১৬ অক্টোবর রবিবার ঢাকায় থাকা সাদেকুল ইসলামকে ফোনে জানান,তার পাওনা ৪০ হাজার টাকা না দিলে সাদেকুলের বসতঘর ভেঙ্গে নিয়ে যাওয়ার হুমকি প্রদর্শন করে। এবং ১৭ অক্টোবর সোমবার আব্দুল মালেক তার লোকজন নিয়ে সাদেকুল ইসলামের ২০ হাত একটি টিনসেট ঘর ঘরে থাকা মালামালসহ ভেঙ্গে নিয়ে যায় । খবর পেয়ে ঢাকা থেকে বাড়িতে এসে এব্যাপারে সাদেকুল ইসলাম বাদি হয়ে ৪ জনকে আসামী করে ঝিনাইগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়েই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ,


অপর দিকে আব্দুল মালেক ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার উদ্দেশ্য শনিবার রাতে তার বাড়ির উঠানে থাকা খড়ের পালায় নিজেই আগুন ধরিয়ে দিয়ে চেচামেচি করতে থাকে যে সাদেকুল ও তার লোকজন মালেকের খড়ের পালায় আগুন দিয়েছে। এ বিষয়ে আব্দুল মালেক বলেন, আমি সাদেকুলের ঘরটি ৬০ হাজার টাকা দিয়ে কিনে নিয়েছি। সাদেকুল আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। ,


আমি কোনো সুদের ব্যবসা করি না। তিনি বলেন সাদেকুল মামলা দিয়েই খান্ত হয়নি। তিনি আমার খড়ের পালায় আগুন দিয়ে খতি সাধন করেছে। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া বলেন সাদেকুলের বসতঘর ভেঙ্গে নেয়ার বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। "

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর

এডিটর নির্বাচিত ভিডিও