এমন কিছু করছি না যে র‌্যাব সংস্কারের প্রয়োজন: নতুন ডিজি

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবের পর র‌্যাব সংস্কারের কোনো প্রয়োজন আছে বলে মনে করেন না র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন।,

শনিবার (১ অক্টোবর) সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন র‌্যাবের নবনিযুক্ত ডিজি।,


সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেন, দ্রুতই র‌্যাবের নিষেধাজ্ঞা বাতিল হচ্ছে না। এ সময় র‌্যাবকে সংস্কারের কথা বলেন তিনি। এ বিষয়ে প্রশ্নের জবাবে র‌্যাব এম খুরশীদ হোসেন বলেন, ‘আমি ব্যক্তিভাবে বলব র‌্যাবের সংস্কারের কোনো প্রশ্নই দেখি না। আমরা এমন কোনো কাজ করছি না যে র‌্যাবকে সংস্কার করতে হবে। আমাদের পূর্ব থেকে যে বিধিবিধান আছে, সেই বিধিবিধান অনুসারে আমরা কাজ করছি। আমরা আইনের বাইরে কোনো কাজ করি না।’


আদৌ সংস্কারের জন্য কোনো লিখিত প্রস্তাব করেছে কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না আমাদের কাছে কোনো লিখিত প্রস্তাব দেয়নি।’


সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এম খুরশীদ হোসেন বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র র‌্যাব কর্মকর্তাদের যে নিষেধাজ্ঞা দিয়েছে সেটা সরকারিভাবে মোকাবিলা করা হচ্ছে। তারা যেসব বিষয় আমাদের কাছে চেয়েছে, এরইমধ্যে আমরা সেগুলোর জবাব দিয়েছি। জবাব দেওয়ার পরে তারা আর পাল্টা প্রশ্ন করার সুযোগ পায়নি।’


র‌্যাবের ডিজি বলেন, ‘আপনি বললেন এতোগুলো লোক উধাও হয়েছে, বলতে তো হবে তারা কারা? আমরা তো বলেছি কে কোথায় কী অবস্থায় আছে। আমি মনে করি না এটা সরকার বা আমাদের জন্য বড় কোনো চ্যালেঞ্জ। আমরা দায়িত্ব পালন করে যাব। এটা সত্য- যারা কাজ করেন তাদের ভুলক্রুটি হতেই পারে। তবে দেখতে হবে, সেটা ব্যক্তি স্বার্থে করেছে, নাকি দেশের সাধারণ মানুষের জন্য করেছে। তাই বলব, এসব বিষয় আমরা সরকারিভাবে মোকাবিলা করব।,



from Sarabangla https://ift.tt/P0KehUp
এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর

এডিটর নির্বাচিত ভিডিও