দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষনা
তোবারক হোসেন খোকন, দুর্গাপুর (নেত্রকোনা) : অবশেষে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের কমিটির নাম ঘোষনা করেছেন জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। গত বুধবার কলমাকান্দা উপজেলা আ‘লীগের সম্মেলন শেষে এ কমিটি ঘোষনা করা হয়।,
কমিটিতে ওসমান গণি তালুকদারকে সভাপতি ও মো. শফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষনা করা হয়।,
এর আগে গত মঙ্গলবার (২৫ অক্টোবর) দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলেও জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ ওইদিন কমিটি প্রকাশ করেননি।,
পরদিন বুধবার সন্ধ্যায় কলমাকান্দা উপজেলা আ‘লীগের সম্মেলন শেষে এ কমিটি ঘোষনা করা হয়।এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সমাজ কল্যান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, সদস্য মারুফা আক্তার পপি ও উপাধ্যক্ষ রেমন্ড আরেং, এমপি মানু মজুমদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান, নুর খান মিঠু ও প্রশান্ত কুমার রায়সহ কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।’


