এখন পর্যন্ত দেশে ৩২ কোটি ৩১ লাখের বেশি করোনা টিকা আমদানি

ঢাকা: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, এখন পর্যন্ত করোনাভাইরাসের টিকা আমদানি করা হয়েছে ৩২ কোটি ৩১ লাখের উপরে। এর মধ্যে বুস্টার ডোজ দেওয়া হয়েছে ৪ কোটির উপরে।,

সোমবার (২৯ আগস্ট) জাতীয় সংসদে আওয়ামী লীগের আলী আজমের প্রশ্নের লিখিত উত্তরে তিনি এসব তথ্য জানান। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।,


স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘দেশে করোনাভাইরাস প্রতিরোধে এ পর্যন্ত (২২ আগস্ট, ২০২২) ৩২, ৩১, ০৯, ৫০০(বত্রিশ কোটি একত্রিশ লাখ নয় হাজার পাঁচশত) ডোজ টিকা আমদানি করা হয়েছে।,


গত ২২ আসস্ট (২০২২ সাল) পর্যন্ত ১২,৯৮,৬০,৫৭৮ (বার কোটি আটানব্বই লাখ ষাট হাজার পাঁচশত আটাত্তর) জনকে প্রথম ডোজ, ১২,১০, ৬৭, ৭৪০( বার কোটি দশ লাখ সাতষট্রি হাজার সাসশত চল্লিশ) জনকে দ্বিতীয় ডোজ এবং ৪, ২৭, ৬৯,৭৭৭ (চার কোটি সাতাশ লাখ উনসত্তর হাজার সাতশত সাতাত্তর) জনকে তৃতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে।,



from Sarabangla https://ift.tt/15f9ErR
এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর

এডিটর নির্বাচিত ভিডিও