পূর্বধলায় এনজিও কর্মীর বাসায় দূঃধর্ষ চুরি

পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা :

নেত্রকোনার পূর্বধলা উপজেলা সদরে এক এনজিও কর্মীর বাসায় দূঃধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। এ সময় চোরেরা স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ৪ লাধিক টাকার মালামাল নিয়ে যায়।,

জানা গেছে, উপজেলার আগিয়া ইউনিয়নের ঠিকুরিয়া গ্রামের হেলাল উদ্দিনের উপজেলা সদরের মঙ্গলবাড়িয়া এলাকায় ইকরা স্কুল সংলগ্ন বাসার ঘরের তালা ভেঙ্গে এ দূঃধর্ষ চুরি সংঘঠিত হয়।, 


হেলাল উদ্দিনের স্ত্রী রোজিনা জানান, তার স্বামী বেসরকারি সংস্থা আশা’র  ব্র্যাঞ্জ ম্যানেজার হিসেবে ইশ^রগঞ্জ এলাকায় কর্মরত আছেন। পূর্বধলার বাসায় তিনি ও তার ১  ছেলে এবং ২ মেয়েকে নিয়ে বসবাস করে আসছিলেন।, 


গত ৩১ জুলাই তাদের বাসার দরজা-জানালা তালাবদ্ধ রেখে তিনি ছেলে মেয়েদের নিয়ে তার বাবার বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর চলে যান।, 


আজ শুক্রবার (৫ আগস্ট) বিকালে তিনি বাসায় এসে দেখেন তার ঘরের বারান্দার গেইটের ও দরজার তালা ভেঙ্গে চোরেরা তার ঘরে প্রবেশ করে  স্টীলের আলমারী ও ওয়ারড্রপ এর তালা ভেঙ্গে ঘর থেকে ৪ভরি স্বর্ণালংকার ও  নগদ ৭০ হাজার টাকা নিয়ে গেছে।, 


পূর্বধলা থানার অফিসার-ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন।  অভিযোগ পেলে  তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।, 


এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর

এডিটর নির্বাচিত ভিডিও