ফ্রান্সে পুরস্কৃত ‘সিটি অব লাইট’

ফ্রান্সের কান শহরে আয়োজিত 'কান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল'-এর দ্বিতীয় সিজনে 'বেস্ট ইন্ডিপেনডেন্ট ফিল্ম' অ্যাওয়ার্ড পেলো শাহাদাত রাসএলের 'সিটি অব লাইট'।
 ২৫ জুলাই উৎসবটির অফিসিয়াল ওয়েবসাইটে পুরস্কার প্রাপ্তদের নাম প্রকাশ করা হয়। শাহাদাত রাসএল বলেন 'প্রতিটি অর্জনই আনন্দের সেটা যতো ছোটই হোক। তবে কান ওয়ার্ল্ড ফিল্ম ফ্যাস্টিভ্যাল নতুন হলেও তারা ভালো করছে। বেশ আলোচিত হচ্ছে। ,


তবে বাংলাদেশে অনেকেই এই ফ্যাস্টিভ্যালটাকে 'কান ফিল্ম ফ্যাস্টিভ্যাল' এর সাথে গুলিয়ে ফেলেন যেটা বিভ্রান্তিকর।' ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত এই ফিল্মের প্রযোজক হিসেবে রয়েছেন অর্নব দাস ও জুনায়েদ আহমেদ। 'সিটি অব লাইট'-এ অভিনয় করেছেন হাসনাত রিপন, মানিসা অর্চি, নাফিস আহমেদ, ফাতেমা তুজ জোহরা ইভা ও অন্যান্যরা।, 


এতে 'তোমার শহর' শিরোনামের গানের সুর ও কন্ঠ দিয়েছেন নির্ঝর চৌধুরী। পাশাপশি ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছে মার্সেল ও নির্ঝর চৌধুরী।, 


 The post appeared first on Sarabangla http://dlvr.it/SVTddD
এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর

এডিটর নির্বাচিত ভিডিও