ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২
ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার জাগুশা এলাকা থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ দুইজনকে আটক করেছে র্যাব-৬। এ সময় তাদের কাছ থেকে ৬০টি ফেন্সিডিলের বোতল উদ্ধার করা হয়েছে। পরে মামলা দিয়ে তাদের গ্রেফতার দেখিয়ে থানায় সোপর্দ করা হয়।,
শনিবার (৩০ জুলাই) র্যাব-৬ এর সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. শরিফুল আহসান এ তথ্য জানান। এর আগে, গতকাল শুক্রবার (২৯ জুলাই) রাতে জাগুশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- যশোর কোতয়ালী থানার রামনগর গ্রামের মহাম্মত আলীর ছেলে ফরহাদ হোসেন (৩৩) ও বাঘারপাড়া উপজেলার বেতলাপাড়া গ্রামের শওকত আলীর ছেলে মিলন হোসেন (৩৮)। ,
এ বিষয়ে মেজর শরিফুল আহসান জানান, যশোর থেকে মোটরসাইকেলে করে ঝিনাইদহের মহেশপুরে মাদক পাচার করা হচ্ছে— এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে জাগুশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চেকপোস্ট বসায় র্যাব। এ সময় তল্লাসি করে মিলন হোসেন ও ফরহাদ হোসেনকে আটক করা হয়। তাদের কাছ থেকে গুলিসহ ১টি বিদেশি পিস্তল এবং ৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ,
এ সময় মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।,
The post appeared first on Sarabangla http://dlvr.it/SVmRn1
এই পোস্টটি শেয়ার করুন