সাবেক স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেফতার

গাজীপুর: মহানগরীর টঙ্গীতে পারিবারিক কলহের জেরে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ পাওয়া গেছে স্বামীর বিরুদ্ধে। সোমবার (৪ জুলাই) সকাল সাড়ে ৭টায় টঙ্গী পূর্ব থানার তিস্তার গেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম মেঘলা আক্তার (২০)।
তিনি ঢাকা জেলার তেজগাঁও (নাখালপাড়া) এলাকার মো. অপু মিয়ার মেয়ে। অভিযুক্তের নাম কবির হোসেন। তিনি কিশোরগঞ্জ জেলার সুধী গ্রামের বাদশা মিয়ার ছেলে। তাদের ঘরে তাবাসসুম নামে ছয় মাসের একটি কন্যা সন্তান রয়েছে। জানা যায়, স্বামী কবির হোসেন মরকুন তিস্তার গেট এলাকার মোহাম্মদ আলমের বাড়িতে ভাড়া থাকে। তিনি স্থানীয় মা টাওয়ার পোশাক কারখানায় চাকরি করে। পারিবারিক কলহের জেরে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। ,

সোমবার (৪ জুলাই) সকালে স্ত্রী মেঘলা মরকুন তিস্তার গেট এলাকার মোহাম্মদ আলমের বাড়িতে তার সাবেক স্বামীর কাছে আসে শিশু মেয়ের ভরণপোষণের খরচ নেওয়ার জন্য। এসময় তাদের মাঝে কথা-কাটাকাটি এক পর্যায়ে স্বামী কবির হোসেন তার সাবেক স্ত্রী মেঘলা আক্তারের মাথায় হাতুড়ি দিয়ে একাধিক আঘাত করে। পরে সে টঙ্গী পূর্ব থানায় গিয়ে পুলিশকে জানায় তার স্ত্রী হঠাৎ মারা গেছে। ,

তার কথাবার্তা এবং আচরণ দেখে সন্দেহ হলে পুলিশ তাকে থানায় আটক করে ঘটনাস্থলে গিয়ে স্ত্রীকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যার প্রমাণ পায়। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাবেদ মাসুদ জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে। ,
 
he post appeared first on Sarabangla http://dlvr.it/STLmlJ
এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর

এডিটর নির্বাচিত ভিডিও