পুরাতন জুটিকে নিয়ে ইতিহাসের সিক্যুয়েল

কাজী হায়াত ২০০২ সালে নির্মাণ করেছিলেন ‘ইতিহাস’। ছবিটি ৩টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল। সে ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন কাজী মারুফ ও রত্না। 
সে জুটিকে নিয়েই ছবিটির সিক্যুয়েল নির্মাণের ঘোষণা দিয়েছেন পরিচালক। ‘ভালো লাগছে এজন্য যে ‘ইতিহাস’র মতো সুপারহিট সিনেমার সিক্যুয়েল করতে পারছি ভেবে। চলতি বছরই মারুফের প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্ম ফ্যাক্টরির ব্যানারে ‘ইতিহাস-২’-এর দৃশ্যধারণ শুরু করবো। সব প্রস্তুতি চলছে,’— বলেছেন কাজী হায়াত।,


তিনি জানান, আগের ছবির ১০ মিনিটের মত এ ছবিতে ব্যবহৃত হবে। গল্প শুরু হবে কাজী মারুফ ২০ বছর পরে জেল থেকে বের হচ্ছেন এমন জায়গা থেকে। তারপরে চলবে বর্তমান সময়ের গল্প। এতে আগের শিল্পীরাও কাজ করবেন বলে জানালেন। কাজী হায়াত আরও বলেন, ‘মারুফ যুক্তরাষ্ট্রে থাকে। সেখানে তার ব্যবসা আছে। অনেক ব্যস্ত থাকে।, 


তাই কাজগুলো গুছিয়ে শেষ করতে সময় লাগছে। দুই মাস পর ও দেশে আসবে। তখনই সব কিছু ঠিক করে ‘ইতিহাস-২’ ছবির শুটিং শুরু করবো। সিনেমায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের গল্প থাকবে। তাই দুই দেশেই হবে শুটিং।’ ‘ইতিহাস’ সিনেমায় কাজী মারুফ ও রত্না ছাড়াও অভিনয় করেছেন মৌসুমী, কাজী হায়াৎ, ডিপজলসহ আরও অনেকে।,


 The post  appeared first on Sarabangla http://dlvr.it/SVbfDK
এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর

এডিটর নির্বাচিত ভিডিও