এই মাত্র পাওয়া

আজ ,

কর্মসূচির নামে বাধা সৃষ্টি করলে কঠোর জবাব: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি কর্মসূচির নামে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তার কঠোর জবাব দেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিএনপি একটি রাজনৈতিক দল উল্লেখ করে তিনি আরও বলেন, ‘তাদের রাজনৈতিক কৌশল রয়েছে।, 

সেই কৌশলে তারা নির্বাচনে অংশ নেবে কীনা সেটি তাদের নিজস্ব সিদ্ধান্ত। কিন্তু এ নিয়ে রাস্তাঘাট বন্ধ করবে, জানমালের ক্ষতি করবে, এটি আমরা করতে দেব না।,


রোববার ( ৩১ জুলাই) সচিবালয়ে জাতীয় শোক দিবসে আইনশৃঙ্খরা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ সব কথা বলেন।,


আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘তারা জাতীয় প্রেস ক্লাবে মিটিং করছে, সেখানে সরকার কোনো ধরনের বাধা দিচ্ছে না। কিন্তু যখনই প্রতিবন্ধকতা সৃষ্টি করবে তখন তো আমার নিরাপত্তা বাহিনী চুপ থাকবে না। শৃঙ্খলা ফেরাতে তাদের কাজ তারা করবে।,


তিনি বলেন, ‘বিএনপির ডাকে সাড়া দিয়ে জনগণ আন্দোলনে নামবে কিনা, এটি নির্ভর করে জনগণের ওপর। এটি নিশ্চিত যে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, আলোকিত হচ্ছে, সেখানে দেশের মানুষ আর কখনোও অন্ধকারে ফিরে যাবে না।,


এ সময় জাতীয় শোক দিবস পালনে সরকারের নেওয়া সিদ্ধান্ত তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ধানমণ্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে নিরাপত্তা নিশ্চিত করতে পুরো এলাকা জুড়ে নিরাপত্তা বলয় সৃষ্টি করা হবে। ধানমন্ডি লেকে আমাদের নৌ পুলিশের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হবে। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ ও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা নিশ্চিত করবে ডিএমপি কমিশনারের নেতৃত্বে। বিদেশি মিশনের কূটনৈতিকদের জন্য ধানমন্ডি ও বনানীতে এবং যাতায়াতাএর পথে নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা থাকবে। ,


এ ছাড়া গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে দোয়া মাহফিল এবং সকল অনুষ্ঠানে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা থাকবে। জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন আয়োজিত সব অনুষ্ঠানে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। কিছু অনুষ্ঠানে আর্চওয়ে ও সিসি ক্যামেরা ব্যবস্থা থাকবে।,


মন্ত্রী বলেন, ‘সব অনুষ্ঠান পালন করা হবে স্বাস্থ্যবিধি মেনে। কারণ করোনাভাইরাসের মহামারি এখনও শেষ হয়নি। সে জন্য স্বাস্থ্যবিধি মেনে সব অনুষ্ঠান পালনের অনুরোধ করা হয়েছে।,




from Sarabangla https://ift.tt/5WHn9pd
এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর

এডিটর নির্বাচিত ভিডিও