রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে হবে: জাপান রাষ্ট্রদূত

ঢাকা: বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেছেন, রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠাতে হবে। এটিই এই সমস্যার সবচেয়ে সুষ্ঠু সমাধান। মঙ্গলবার (৭ জুন) সকালে জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাব আয়োজিত আলোচনা সভায় তিনি এই কথা বলেন। তিনি বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোই গ্রহণযোগ্য সমাধান। ,

তবে তা হতে হবে স্বেচ্ছায়, নিরাপদ ও টেকসই। রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষেরা যেন নিজ দেশে ফিরে গিয়ে আর কোনো সমস্যার সম্মুখীন না হয়, সে বিষয়টি নিশ্চিত করতে হবে। এসময় তিনি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশ এখন একটি স্থিতিশীল অর্থনীতির দেশ। আশা করি, অচিরেই বাংলাদেশের জনপ্রতি আয় ৩ হাজার ডলার পেরিয়ে যাবে। পদ্মা সেতুকে অনন্য ঘটনা উল্লেখ করে বড় অবকাঠামো তৈরিতে এটি বাংলাদেশের সক্ষমতার স্বাক্ষর বলেও মন্তব্য করেন তিনি। ইতো নাওকি বলেন, ইন্দো প্যাসিফিক ইকোনোমিক ফোরাম যুক্তরাষ্ট্রের উদ্যোগে যুক্ত হয়েছে জাপান, এখান থেকে বাংলাদেশও চাইলে উপকৃত হতে পারে।, 

তিনি বলেন, পদ্মা সেতু আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য আস্থার প্রতীক। জাপানি রাষ্ট্রদূত বলেন, ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট এ বছরের মধ্যেই চালু হবে। এতে ঢাক থেকে নারিতা পৌঁছাতে সময় লাগবে ৬ ঘণ্টা। তিনি বলেন, গত দশ বছরে বাংলাদেশ জাপান বাণিজ্য বেড়েছে ১০ গুণ, ৩০০ মিলিয়নের দ্বিপাক্ষিক ব্যবসা এখন তিন বিলিয়ন ডলারের, এমন ঘটনা অন্য কোনো দেশের সঙ্গে ঘটেনি। আগামীতে দুই দেশের সম্পর্ক আরও বাড়বে।, 

পদ্মা সেতুর মতো বাংলাদেশ এত বড় অবকাঠামো নির্মাণে যে সাহস দেখিয়েছে তার জন্য জাপানের বিনিয়োগকারীদের ৬০ শতাংশ এ দেশে বিনিয়োগ করতে চায়। এছাড়াও ২০১৮ সালের চেয়ে আগামী নির্বাচন ভালো হবে বলেও আশাবাদ প্রকাশ করেন জাপানের রাষ্ট্রদূত।, 

 The post appeared first on Sarabangla http://dlvr.it/SRlMzm
এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর

এডিটর নির্বাচিত ভিডিও