৫টা ৪৫ মিনিটে টোল দিয়ে পদ্মা সেতুতে যান চলাচল শুরু

উদ্বোধনের দ্বিতীয় দিনে সাধারণ যান চলাচলের জন্য খোলে দেওয়া হয়েছে পদ্মা সেতু। এদিন ভোর ৫টা ৪৫ মিনিটে শুরু হয় পদ্মা সেতুর টোল গ্রহণ। এর মাধ্যমে দ্বিতীয় দিন পদ্মা সেতুতে শুরু হয় যান চলাচল।

সকাল ছয়টা থেকে টোল গ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও অপেক্ষমাণ গাড়ির চাপ বাড়তে থাকায় ১৫ মিনিট আগেই সাধারণ যানবাহনের চলাচলের অনুমতি দেওয়া হয়। প্রথম ধাপে একসঙ্গে পাঁচটি গাড়ির মাধ্যমে এই যাত্রা শুরু হয়।

কোরিয়া এক্সপ্রেসওয়ে কর্পোরেশনের জেনারেল ম্যানেজার জিনও পার্ক এ তথ্য জানান। এই প্রতিষ্ঠানটি পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের টোল গ্রহণের দায়িত্বে রয়েছে। তিনি আরও জানান, স্বয়ংক্রিয় যন্ত্রে টোলের সব তথ্য সংরক্ষণ হচ্ছে। ফলে কোন কোন গাড়ি পদ্মা সেতু পার হচ্ছে সেই তথ্য থাকছে।,

পদ্মা বহুমুখী সেতুতে সাত লেনের টোলপ্লাজার মধ্যে আজ রোববার চালু আছে পাঁচটি। এর মধ্যে একটি সার্ভিস লেন। মাওয়া প্রান্ত থেকে টোল প্লাজার সর্ববামের দুটি ট্রাকের জন্য। এরপর রয়েছে মোটরসাইকেলের টোল প্লাজা। বাকিগুলো বাস, কার এবং অন্যান্য যানবাহনের জন্য।,

শনিবার (২৫ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করেন। এদিন পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মাওয়া প্রান্তে সুধী সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী। এরপর সেতু পার হওয়ার জন্য নিজ হাতে প্রথমবারের মতো পদ্মা সেতুতে টোল প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী জাজিরা পয়েন্টে পৌঁছে সেতু ও ম্যুরাল-২ এর উদ্বোধনী ফলক উন্মোচন করেন।,

from Sarabangla https://ift.tt/6jOqWDg
এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর

এডিটর নির্বাচিত ভিডিও