মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক নজরুল গ্রেফতার

ঢাকা: ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামি মো. নজরুল ইসলামকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (৩ জুন) দুপুর ১২টার দিকে মোহাম্মদপুর থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র‍্যাবের মিডিয়া শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।,

তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় গণহত্যাসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকায় মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তিন জনের ফাঁসির আদেশ হয়। তাদের মধ্যে রেজাউল করিম মন্টু, শহিদ মণ্ডল গ্রেফতার থাকলেও পলাতক ছিলেন মো. নজরুল ইসলাম। তাদের তিন জনের বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যাসহ অবৈধভাবে আটক, নির্যাতন, অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়।,

এদিকে, ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত পলাতক নজরুলের ওপর নজরদারি বাড়ায় র‍্যাব। তারই ধারাবাহিকতায় শুক্রবার ১২টার দিকে র‌্যাব জানতে পারে রাজধানীর মোহাম্মদপুরেআত্মগোপনে রয়েছেন তিনি। পরে, সেখানে অভিযান চালিয়ে নজরুলকে গ্রেফতার করা হয়।,

গ্রেফতার নজরুল ১৯৭১ সালে বদলগাছী থানার পাহাড়পুর ইউনিয়নের কয়েকটি এলাকায় হামলা চালিয়ে স্বাধীনতাকামী নিরীহ-নিরস্ত্র মানুষকে হত্যাসহ অবৈধভাবে আটক, নির্যাতন, অপহরণ, ঘরবাড়ি লুণ্ঠন এবং অগ্নিসংযোগ করে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।,


from Sarabangla https://ift.tt/0w5hFIc
এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর

এডিটর নির্বাচিত ভিডিও