নেত্রকোনায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ: চালকসহ নিহত-২

এ কে এম আব্দুল্লাহ্, নেত্রকোনা : নেত্রকোনায় একটি যাত্রীবাহী বাস ও ধান বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের চালক সবুজ মিয়া (৪০) ও সোহেল মিয়া (৩০) নামের এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। 

সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা আঞ্চলিক মহাসড়কের নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সবুজ মিয়ার বাড়ি ময়মনসিংহের নান্দাইল এলাকায় সবুজ মিয়ার বাড়ি সুনামগঞ্জের ধর্মপাশা এলাকায়।, 

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা শাহ্ পরান নামক একটি যাত্রীবাহী বাস সুনামগঞ্জের ধর্মপাশা দিকে যাওয়ার পথে সোমবার ভোর সাড়ে ৫টার দিকে নেত্রকোনার চল্লিশা বাজারে গ্রামীন ব্যাংকের সামনে পৌঁছলে বারহাট্টা থেকে ধান বোঝাই একটি ট্রাক ঢাকা যাওয়ার পথে মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।,

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে প্রেরণ করেন। 

এ ঘটনায় সকাল সাড়ে ৫টা থেকে ৯টা পর্যন্ত সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ময়মনসিংহ থেকে পুলিশের একটি ক্রেন এসে দুঘটনায় কবলিত বাস ও ট্রাককে রাস্তার মাঝ খান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।,

নেত্রকোনা মডেল থানার এস আই জাহিদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ‘এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।, 


এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর

এডিটর নির্বাচিত ভিডিও