‘রোমানিয়ায় বাংলাদেশি কর্মীদের কাজের সুযোগ বাড়ছে’

ঢাকা: পূর্ব ইউরোপের দেশ রোমানিয়ায় বাংলাদেশি কর্মীদের কাজ করার সুযোগ বাড়ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মো‌মেন। তিনি বলেন, গত চার মা‌সে বাংলা‌দে‌শের নাগরিকদের জন্য ১ হাজার ১৮০টি ভিসা দিয়েছে দেশটি। সোমবার (৯ মে) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এই তথ্য জানান।

বার্তায় পররাষ্ট্রমন্ত্রী জানান, দি‌ল্লির রোমা‌নিয়া দূতাবাস ২০২০ সা‌লে বাংলা‌দে‌শি‌দের জন‌্য ৫৮০‌টি ভিসা ইস‌্যু ক‌রে‌। গত বছর ভিসা ইস‌্যু ক‌রে‌ছে ২ হাজার ৮৬৯‌টি। আর এ বছ‌রের এপ্রিলের ১৬ তা‌রিখ পর্যন্ত ইস‌্যু ক‌রে‌ছে এক হাজার ১৮০‌টি।‘ সব মিলিয়ে গত তিন বছ‌রে রোমানিয়া মোট ভিসা ইস‌্যু ক‌রে‌ছে চার হাজার ৬২৯‌টি।,

ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়া থেকে বৈধ কাজের ভিসা নিয়েও অনেক বাংলাদেশি রোমানিয়ায় যাচ্ছেন।’

উল্লেখ্য, বর্তমা‌নে রোমা‌নিয়ার এক‌টি কনস্যুলার প্রতি‌নি‌ধিদল ঢাকা থে‌কে ভিসা কার্যক্রম প‌রিচালনা কর‌ছে। ‘এপ্রিল মাস থে‌কে তারা ভিসা কার্যক্রম শুরু ক‌রে‌ছে।,



from Sarabangla https://ift.tt/HVe46kN
এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর

এডিটর নির্বাচিত ভিডিও