বাণিজ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ

বাণিজ্যমন্ত্রীর অপসারণ ভোজ্য তেলসহ সকল পণ্যের মূল্য কমানো ও সর্বজনীন রেশনিং পদ্ধতি চালু করার দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। এতে সভাপতিত্ব করেন পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড ডাঃ এম এ সামাদ।
বুধবার (১১ মে) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও সমাবেশ করে দলটি।

এ সময় সভাপতির বক্তব্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র সভাপতি কমরেড ডা: এম. এ. সামাদ বলেন, আমরা বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ এই বাণিজ্যমন্ত্রীর দ্রুত অপসারণ চাই। সরকার নিজেই সিন্ডিকেট ব্যবসায়ীদের ও লুটপাটকারীদের কাছে আত্মসমর্পণ করেছে বা আতাঁত করেছে।
 
তিনি বলেন, অবিলম্বে সকল সিন্ডিকেট ব্যবসায়ী ও লুটপাটকারিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনুন। `ভোজ্য তেলের মূল্য অযাচিত ভাবে যে ৩৮ টাকা সরকার বাড়িয়েছে তা প্রত্যাহার করতে হবে এবং সকল পণ্যই আজ জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে।,

অবিলম্বে সকল পণ্যের মূল্য কমাতে হবে। `এই অবস্থার সৃষ্টি হয়েছে সরকার ও তার দলের লুটপাটের কারণে। তাছাড়া ও আমরা সর্বজনীন রেশনিং পদ্ধতি চালু করার জন্য সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি।,


এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর

এডিটর নির্বাচিত ভিডিও