সিসিটিভির আওতায় আসছে শেরপুর শহর
তপু সরকার হারুনঃ ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরার আওতায় আসছে শেরপুর শহর । শহরকে কঠোর নজরদারিতে আনতে ও শহরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করছে জেলা প্রশাসন। ‘এর ফলে শেরপুর শহর কেন্দ্রিক নাগরিকদের জান-মালের নিরাপত্তা সুনিশ্চিত হবে।,
সম্প্রতি শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল অনুর্ধ্ব-১৭ উদ্বোধনী খেলায় জেলাপ্রশাসক মো. মোমিনুর রশিদ তার বক্তব্যে বলেছিলেন ‘শেরপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ক্যামেরা স্থাপন করা হবে । তা এখন বাস্তবে রূপ নিয়েছে।,
আরটি কম্পিউটারের টেকনোলজিস জানান, ১৮ মে বুধবার শেরপুরে শেরী ব্রিজ এলাকায় প্রাথমিক ভাবে ক্লোজড সার্কিট টেলিভিশন (সিসিটিভি)স্তাপন করা হয়েছে । ‘এ মাসেই ৮০টি ক্যামেরা স্থাপন সম্পন্ন হবে।,
বিশেষ করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ শেবীব্রিজ থেকে অস্টমিতলা, থানা মোড় থেকে নিউমার্কেট মোড় ,খরমপুর মোড়,শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা ষ্টেডিয়াম গেইট, নতুনবাস স্ট্যান্ড, নবীনগন বাস টার্মিনাল ,বটতলা মোড় ,কলেজ মোড়, খোয়ার পাড় শাপলা চত্বর মোড়, নয়ানী বাজার , কালিবাড়ী বাজার , গোয়লপট্রিমোড় থেকে কলা হাটি,আরও কিছু গুরুত্বপূর্ণ মোড়,হাসপাতাল গেইট থেকে ভিতর পযর্ন্ত , পুরাতর গরু হাটি মোড়, এগ্রিকালচার মোড় ,‘কলেজ মোড়সহ প্রায় অর্ধ্শত ক্যামারা স্থাপন করা হতে পারে ।,
এ বিষয়ে ১৮ মে বুধবার রাতে জেলা প্রশাসকের সাথে কথা বললে তিনি বলেন, প্রতি ৪টি ক্যামেরায় থাকবে ৫০০ জিবি এইচডিডি, প্রতি ক্যামেরায় ৫ মেগা পিক্সেল রেজোলিউশন, ৫০০ ফিট দূরত্ব, ‘নাইট ভিশন ক্ষমতা এবং মিনিমাম ৭দিন এর ভিডিও সংরক্ষন করা থাকবে ।,
তিনি আরও বলেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে দেশের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠা করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। জনগণের জানমালের নিরাপত্তা দিতে সরকার বদ্ধপরিকর।,