‘বিদ্যুৎকেন্দ্র নিয়ে সমালোচনাকারীরা জেনারেটর চালিয়ে চলুক’

ঢাকা: কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সমালোচনাকারীদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আর এটা নিয়ে কারা কথা বলছেন? যারা এখন এই বিদ্যুৎকেন্দ্র নিয়ে কথা বলবে আমার মনে হয় তাদের বাড়ির বিদ্যুৎ বন্ধ করে দেওয়া উচিত। তারা জেনারেটর চালিয়ে চলুক, সেটিই ভালো হয়।’

মঙ্গলবার (১৭ মে) সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) সভার শুরুতে তিনি এসব কথা বলেন। ‘প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি শেরে বাংলা নগর এনইসি সম্মেলন কেন্দ্রে যুক্ত ছিলেন।,

বিদ্যুৎকেন্দ্র নিয়ে এত সমালোচনা কেন প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী বলেন, ‘সমালোচকরা বিদ্যুৎ না পেলে বুঝবে, বিদ্যুতের প্রয়োজন আছে কিনা? নাকি এই গরিব মানুষের ঘরে বিদ্যুৎ গেছে যেটা তাদের পছন্দ নয়? তারাই খাবেন, তারাই ভালো থাকবেন, আর আমার গরিব মানুষ মানুষগুলি ধুঁকে ধুঁকে মরবে, ‘এটাই তারা চায়।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, ‘এটা আমাদের একটা লক্ষ্যই ছিল। বিদ্যুৎ কেন্দ্রটা আমরা নির্মাণ করেছি এবং এর বিদ্যুৎ যখন আসবে সেটা আমার অর্থনীতিতে বিরাট অবদান রাখবে। ‘অর্থনীতি আরও সচল হবে। চাঙা হবে এবং এটা তো সম্পূর্ণ পরিবেশবান্ধব একটি বিদ্যুৎ কেন্দ্র।’


from Sarabangla https://ift.tt/sEBDP18
এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর

এডিটর নির্বাচিত ভিডিও