সরিষাবাড়ীতে হানাদার মুক্ত দিবস পালিত
রাইসুল ইসলাম খোকন, সরিষাবাড়ী (জামালপুর) :
জামালপুরের সরিষাবাড়ীতে পাক হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে রোববার সকালে বাউসী পপুলার মুক্তিযোদ্ধা স্বরণীতে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা এবং মুক্তিযোদ্ধা কমান্ড পতাকা উত্তোলনসহ সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আতœার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
অপর দিকে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির মৎস্য ও প্রাণী বিষয়ক সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল এর নেতৃত্বে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারন সম্পাদক মনজুরুল ইসলাম বিদ্যুৎ একটি বর্ণাঢ্য র্যালী বের করেন।
আলোচনা সভায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের প্রশাসক উপমা ফারিসা সভাপতিত্বে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মনির উদ্দিন, জামালপুর জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক বক্তব্য রাখেন।
এ সময় `মুক্তিযোদ্ধা' সংসদ জামালপুর জেলা ইউনিটের কমান্ডের ডেপুটি কমান্ডার সুজাত আলী ফকির, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মৎস্য ও প্রাণী বিষয়ক সম্পদক প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল প্রমুখ উপস্থিত ছিলেন।
`১৯৭১ সালের ১২ ডিসেম্বর ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর পাক হানাদার বাহিনীর হাত থেকে বীর সন্তান মুক্তিযোদ্ধারা এ সরিষাবাড়ী উপজেলা মুক্ত করেন।'