এই মাত্র পাওয়া

আজ ,

পূর্বধলায় শাহারুল হত্যার বিচার দাবিতে মানববন্ধন

 শফিকুল আলম শাহীন:

নেত্রকোনার পূর্বধলায় শাহারুল সরকার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলত শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলার ঘাগড়া ইউনিয়নের বহুলী বাজারে তার পরিবারের সদস্যসহ স্থানীয় লোকজন এই মানববন্ধন করেন। নিহত শাহারুল সরকার (২১) ওই বহুলী গ্রামের মৃত মুসলেম উদ্দিন সরকারের ছেলে।


মানববন্ধন চলাকালে শাহারুল হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলত শাস্তির দাবিতে বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান আহাম্মদ আলী, মোঃ তুহিন খান, মতিউর রহমান, সোহাগ খান, ফয়সাল সরকার প্রমুখ।

উল্লেখ্য বহুলী গ্রামের মজিদ খাঁ, ওয়ারেছ খাঁ ও ছালাম গংদের সাথে দীর্ঘদিন যাবত শাহারুলের বোনজামাই এমদাদুল হকের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। গত ৩০ নভেম্বর ওই ঘটনাকে কেন্দ্র করে বেলা ১১টার দিকে প্রতিপক্ষের হামলায় শাহারুল গুরুতর আহত আহত হয়। 

পরে আহত শাহারুল চিকিৎসাধীন অবস্থায় ১ডিসেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারাযায়। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক স্থানীয়রা ৪ জনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

ওই সময় পুলিশ আরও ১জনকে আটক করলেও ২ডিসেম্বর শাহারুলের বোন রুনা আক্তার ৩৬জনের নামসহ ও অজ্ঞাত ১০/১২জনকে আসামী করে পূর্বধলা থানায় একটি হত্যা মামলা দায়ের করলেও অদ্যবদি পুলিশ আর কোনো আসামীকে গ্রেপ্তার করেনি এমন দাবী নিহত শাহারুলেরে পরিবারের। 

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, শাহারুল হত্যাকান্ডের পর ৫জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে । তদন্ত সাপেক্ষে অপর আসামীদের গ্রেপ্তারের চেষ্ঠা অব্যাহত আছে।

ভিডিওটি দেখতে ক্লিক করুন....

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর

এডিটর নির্বাচিত ভিডিও