চেয়ারম্যানের বিরুদ্ধে কুটুক্তির প্রতিবাদে সাংবাদিক সম্মেলন
রাইসুল ইসলাম খোকন, সরিষাবাড়ী (জামালপুর) : জামালপুরের সরিষাবাড়ীতে পিংনা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে কুটুক্তির প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছেন এলাকাবাসী। মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে পিংনা ইউনিয়ন পরিষদে এ সাংবাদিক সম্মেলন করেন খন্দকার মোতাহার হোসেন চেয়ারম্যানের সমর্থকরা।
সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন-স্থানীয় সমাজসেবক রফিকুল ইসলাম, শিক্ষক রেজাউল করিম, পিংনা জামে মসজিদের ইমাম হাফেজ মো: মিজানুর রহমানসহ ইউপি চেয়ারম্যান খন্দকার মোতাহার হোসেন প্রমূখ।
বক্তারা বলেন, চতুর্থ ধাপে সরিষাবাড়ী উপজেলার ৮ টি ইউনিয়নের মধ্যে পিংনা ইউনিয়নের তফসীল ঘোষনা না হওয়ার পিছনে ইউপি চেয়ারম্যান খন্দকার মোতাহার হোসেন এর কুটকৌশল রয়েছে মর্মে একটি কুচক্রী মহল মিথ্যা অভিযোগ এনে অপপ্রচারসহ নানা কুটুক্তি করেছে।
প্রকৃত পক্ষে ঘোষিত তফসিলে খন্দকার মোতাহার হোসেন এর কোন হস্তক্ষেপ নেই। তিনিও প্রশাসনের নিকট দ্রুত তফসীল ঘোষনা দাবী করে বিশেষ মহলটির অহেতুক মিথ্যাচারের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে আবারও নৌকা প্রতিকের জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা‘র নিকট মনোনয়নের দাবী জানান।

