দুর্গাপুরে প্রয়াত মুক্তিযোদ্ধাদের স্মরণে স্মরণ সভা

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার আলহাজ্ব রুহুল আমীন চুন্নুসহ অন্যান্য মুক্তিযোদ্ধাদের মৃত্যুতে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে স্থানীয় শহীদ সন্তোষ পার্ক চত্তরে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এর আয়োজনে পবিত্র ধর্মগ্রন্থ পাঠ শেষে ১মি. নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। স্মরণ সভায় বীর মুক্তিযোদ্ধা সোহরাব উদ্দিন এর সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, আব্দুল হেকিম, আব্দুল কুদ্দুস ফরাজী, সিরাজুল হক, ওসি (তদন্ত) দুর্গাপুর থানা মীর মাহাবুবুর রহমান, সাবেক পৌর মেয়র শ ম জয়নাল আবেদীন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ‘লীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ হক প্রমুখ।

 স্মরণ সভায় উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড কাউন্সিল এর সদস্যবৃন্দ সহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।




এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর

এডিটর নির্বাচিত ভিডিও