ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা কার্যক্রম ব্যহত, দূর্ভোগ চরমে
মোঃ সিরাজুল ইসলাম,ধোবাউড়া (ময়মনসিংহ)ঃ ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ভর্তি সেবা কার্যক্রম ১ মাস যাবৎ বন্ধ রয়েছে। এতে রোগী দূর্ভোগ চরম আকার ধারন করেছে। জানা যায়, ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ, ডাক্তার, সেকমো, নার্সসহ অনেকেই করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় রোগী ভর্তি সেবা কার্যক্রম বন্ধ করে দেয় হাসপাতাল কর্র্তৃপক্ষ। এছাড়া আউটডোর সেবা কার্যক্রম স্বাভাবিক অবস্থায় থাকলেও সর্দি কাশি জ্বরের রোগী আসলে কর্তব্যরত ডাক্তাররা রোগীদের সাথে অসৎ আচরণ করে চিকিৎসা না দিয়ে দূরে সরিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে।
ফলে গর্ভবতী, প্রসূতি, শ্বাসকষ্ট, ডায়রিয়া, নিমোনিয়া, এজমা রোগীসহ গুরুতর আহত রোগীরা বিপাকে পড়েছে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আবু হাসান শাহীন বলেন, আমার স্টাফদের অনেকেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, ওয়ার্ডের ভেতরে সংস্কার কাজ হচ্ছে এ জন্য ভর্তি কার্যক্রম সাময়িক বন্ধ রয়েছে। রোগী সাধারণ স্বাস্থ্যবিধি মেনে দ্রæত হাসপাতালের পুরোপুরি কার্যক্রম চালুর দাবী জানিয়েছেন।
এই পোস্টটি শেয়ার করুন