বার্সা কোচ সেতিয়েনের সমালোচনায় রিভালদো
করোনা পরবর্তী সময়ে ফুটবলারদের সুরক্ষার কথা বিবেচনায় ম্যাচে পাঁচ বদলির নতুন নিয়ম করা হয়েছে। এদিকে এই বদলি নিয়ম পছন্দ হয়নি এমনটা জানিয়ে বার্সেলোনা কোচ কিকে সেতিয়েন কিছুদিন আগে জানান, প্রতিপক্ষের ক্লান্তি, এই সুযোগ কাজে লাগিয়ে বার্সেলোনা অনেক ম্যাচ শেষ দিকে ঘুরে দাঁড়িয়ে জেতে। তবে পাঁচ বদলির নিয়মের কারণে বার্সা এই সুযোগ আর পাবে না বলে শঙ্কা সেতিয়েনের।
আর বার্সা কোচের এমন মন্তব্য পছন্দ হয়নি ব্রাজিলের হয়ে বিশ্বকাপজয়ী সাবেক বার্সেলোনা তারকা রিভালদোর। পাঁচ জন বদলি নিয়মি নিয়ে মন্তব্য করায় বার্সা কোচ সেতিয়েনের কড়া সমালোচনাই করেছেন সাবেক এই অ্যাটাকিং মিডফিল্ডার।
বেটফেয়ারে লেখা এক কলামে রিভালদো পাঁচ বদলি নিয়ম নিয়ে লিখেন, ‘পাঁচ বদলির নিয়ম কিছু দলকে বাদে অন্যদের সুবিধা দেবে, আমি এমনটি মনে করি না। কারণ সব দলের জন্যই খেলোয়াড় পরিবর্তনের নিয়ম একই থাকবে।’
এর সাথে আরও যোগ করেন, ‘আমি মনে করি, এই নিয়ম সকল দলের জন্যই অনেক ইতিবাচক হবে। কারণ খেলোয়াড়রা এখনো নিজেদের সেরা অবস্থায় ফিরতে পারেনি। এই নিয়মের কারণে যেকোনো দলের কোচই নিজের স্কোয়াড নিয়ে আরও সহজে কাজ করতে পারবেন। বড় ক্লাবগুলোর কোনো সমস্যাই হওয়ার কথা নয়।’
তবে সেতিয়েন ইতিমধ্যে তাদের সমস্যার কাথা জানিয়েছে। তবে সেতিয়েনের এমন মন্তব্যের সঙ্গে ভিন্ন মত পোষণ করে ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপ জেতা রিভালদো জানান, বার্সেলোনার মতো দলের ম্যাচের শুরু থেকেই জেতার মনোভাব নিয়ে মাঠে নামা উচিত।
রিভালদোর ভাষ্যে, ‘পাঁচ বদলি নিয়ে সেতিয়েনের অভিযোগের সঙ্গে আমি একমত নই। কারণ, খেলাটা ৯০ মিনিটের আর ম্যাচের শুরু থেকে বার্সেলোনার জেতার চেষ্টা করা উচিত।’
১৯৯৭ থেকে ২০০২ সাল পর্যন্ত বার্সায় কাটানো রিভালদো আরও যোগ করেন, ‘বার্সেলোনা কিংবা রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের অবশ্যই ম্যাচের শুরু থেকে নিজেদের সেরা খেলাটা খেলতে হবে। আর তারা চাইলে তো ম্যাচের ৪৫ মিনিটের মধ্যে খেলার ফলাফল নিজেদের করে নিতে পারে।’
করোনাভাইরাসের কারণে প্রায় তিন মাসের বিরতি শেষে গতকাল সেভিয়া-রিয়াল বেটিস ম্যাচ দিয়ে মাঠে ফিরছে লা লিগা। সেভিয়া ২-০ গোলে জিতেছে বেটিসের বিপক্ষে। এদিকে শনিবার রিয়াল মায়োর্কার মাঠে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বার্সেলোনা।
ঢাকা/কামরুল
এই পোস্টটি শেয়ার করুন