এই মাত্র পাওয়া

আজ ,

সুপ্রিম কোর্টের এক বিচারপতি করোনা আক্রান্ত



সুপ্রিম কোর্টের এক বিচারপতি করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
 সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি শশাঙ্ক শেখর সরকার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমইএইচ) হাসপাতালে চিকিংসাধীন।
সোমবার (১৮ মে) সুপ্রিম কোর্টের একাধিক সূত্র বিষয়টি রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছে।
সুপ্রিম কোর্ট ‍সূত্র জানায়, বিচারপতি শেখ শশাঙ্ক শেখর সরকার গত ৮ মে থেকে জ্বর ও কাশিতে ভুগছিলেন। অসুস্থতার কারণে ১০ মে ভিডিও কনফারেন্সে বিচারপতিদের ফুল কোর্ট সভায় তিনি অংশ নিতে পারেননি। এরপর গত ১১ মে পরীক্ষা করালে রিপোর্টে করোনা পজেটিভ আসে। এ সময় তিনি বাসাতেই অবস্থান করছিলেন। তবে গত ১৩ মে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মুগদা জেনারেল হাসপাতালে করোনা চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পরে সেখান থেকে সিএমইএইচে স্থানান্তর করা হয়। 

২০১৮ সালের ৩০ মে বিচারপতি শশাঙ্ক শেখর সরকার হাইকোর্টের অস্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান।


ঢাকা/মেহেদী/এসএম


from Risingbd Bangla News https://ift.tt/3cFxSMI
via IFTTT
এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর

এডিটর নির্বাচিত ভিডিও