এই মাত্র পাওয়া

আজ ,

শেরপুরে ১৫ হাজার কর্মহীন রোজাদার পেল সাবেক সংসদ শ্যামলীর দেয়া ইফতার


খোরশেদ আলম, শেরপুর থেকেঃ শেরপুরে করোনা পরিস্হিতিতে কর্মহীন হয়ে পরা অসহায় রোজাদার পেল সাবেক সংসদ শ্যামলীর দেয়া ইফতার । ক্ষমতাসীন দলের সাবেক সংসদ এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী দেশে করোনা পরিস্হিতিতে সংকট মোকাবেলায়া মানবতার ফেরীওয়ালা হিসেবে হতদরিদ্র মানুয়ের দ্বারে দ্বারে খাদ্য সামগ্রী পৌছে দেয়ার কাজ শুরু করেন। শেরপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়নের গ্রামে গ্রামে ঘুরে ঘুরে অভাবী অতিদরিদ্র মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী চাল,ডাল,আলু,তেল,সাবান,মাস্ক,বিতরন করে আসছেন। ব্যক্তিগত তহবিল থেকে তিনি এসব খাদ্য সামগ্রী বিতরন করেন। রমজান মাস শুরু হলে তিনি ইফতার বিতরন শুরু করেন। প্রতিদিন পিকআপ ভ্যানে করে শহরের অলিগলিতে ঘুরে ঘুরে অনাহারি অভাবি রিক্সাচালক, ইজিবাইক চালক,ফোটপাতের দোকানি, ছিন্নমূল মানুষের হাতে তুলে দিচ্ছেন ইফতার সামগ্রী। প্রতিদিন বিকাল হলেই নিজ হাতে তৈরি ইফতার সামগ্রী নিয়ে তিনি ছোটে যাচ্ছেন অভাবী রোজাদারদের দুয়ারে দুয়ারে। এভাবে প্রতিদিন তিনি ৫০০ জন পরিবারের মাঝে ইফতার সামগ্রী তুলে দিচ্ছেন। রমজানের এক মাসে তিনি ১৫ হাজার অভাবী রোজাদারের হাতে পৌছে দেবেন ইফতার সামগ্রী। রোদওবিষ্টিতে ভীজে অভাবী রোজাদারদের দ্বারে দ্বারে ইফতার সামগ্রী পৌছে দেয়ার বিষয়টি শহরে ত্রানবিতরনের ভিন্ন মাত্রায় যোগ হয়েছে। ইতিমধ্যেই সাবেক সংসদ এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলীকে মানবতার ফেরিওয়ালা হিসেবে আখ্যা দিতে শুরু করেছে লোকজন। শ্যামলী বলেন করোনা ভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখে ঘুম নেই। সংকট কিটিয়ে উটতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন দেশবাসীকে রক্ষা করার জন্য। তিনি বলেন আমি একজন বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে আমার দায়িত্ব বোধ থেকেই প্রধানমন্ত্রীর আহবানে এটি আমার খুদ্র একটি উদ্যোগ। তিনি আরো বলেন করোনা সংকট কেটে উঠার আগ মুহুর্তো পর্যন্ত আমার ব্যক্তিগত উদ্যোগে অভাবী মানুষের কাছে খাদ্য বিতরন অব্যাহত থাকবে বলে তিনি আসাবাদ ব্যক্ত করেন।
এছাড়া তিনি এ দুর্যোগ মুহুর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দলীয় নেতা কর্মীসহ বিত্তবানদের এগিয়ে এসে অসহায়দের পাশে দ্বারাতেও আহবান জানান।
এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর

এডিটর নির্বাচিত ভিডিও