ফিনল্যান্ডে লকডাউন শিথিল হচ্ছে
দেশের প্রাথমিক স্কুলগুলো খুলেছে, শিল্পকারখানায় পুরোদমে উৎপাদন শুরু হয়েছে। মন্ত্রণালয় ও সরকারি অফিস-আদালত শিগগিরই খুলবে। বার ও রেস্টুরেন্ট এবং ছোট সব হোটেল ১ জুন থেকে চালু হয়ে যাবে।
তবে পাশের দেশ সুইডেনে দ্রুত বাড়ছে করোনাভাইরাসে সংক্রমণ ও মৃতের সংখ্যা। বিশ্বে সংক্রমণের তুলনায় মৃত্যুহার সুইডেনে এখন সর্বোচ্চ।
দেশটিতে গত ২৪ ঘণ্টায় (২১ মে) নতুন করে ৫৪ জনের মৃত্যু ঘটেছে। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৯২৫ জন। দেশটির জনসংখ্যা ১ কোটি ৯২ হাজার ৩৭১ জন।
সুইডেনের রাষ্ট্রীয় স্বাস্থ্য অধিদপ্তর শুক্রবার (২২ মে) জানায়, সরকারি হিসাবে এই পর্যন্ত ২ লাখ ৯ হাজার ৯০০ জনের নমুনা পরীক্ষা করে ৩২ হাজার ৮০৯ জন মানুষের মধ্যে করোনা শনাক্ত হয়েছে।
লকডাউন ও সামাজিক চলাচলে নিষেধাজ্ঞামূলক সিদ্ধান্তকে আমলে না নেওয়ায় সুইডেনে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন ফিনল্যান্ডের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড ওয়েলফেয়ারের পরিচালক মিকা সালমিনেন।
টানা দুই মাস প্রতিবেশী দেশ সুইডেনের সঙ্গে ফিনল্যান্ডের সীমান্ত যোগাযোগ বন্ধ রয়েছে। এই মুহূর্তে সীমানা উন্মুক্ত হলে সুইডেনের করোনা ভাইরাসের ব্যাপক বিস্তার ও সক্রিয়তা ফিনল্যান্ডে স্বাস্থ্যের ঝুঁকির কারণ হতে পারে বলে মন্তব্য করেন তিনি।
ঢাকা/বকুল
এই পোস্টটি শেয়ার করুন