ওয়েস্ট ইন্ডিজের পর ক্রিকেট ফিরছে অস্ট্রেলিয়ায়ও
করোনাভাইরাস সঙ্কট কাটিয়ে উঠে ধীরে ধীরে খেলা ফিরতে শুরু করেছে মাঠে। ফুটবল দিয়ে এর যাত্রা শুরু হয়েছে। ইতিমধ্যে ইউরোপিয়ান শীর্ষ ফুটবল লিগগুলোর মধ্যে জার্মান বুন্দেসলিগা নিয়মিত অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। অন্যগুলোও আছে শুরুর পথে। একইপথে হাঁটছে ক্রিকেটও।
ওয়েস্ট ইন্ডিজের পর এবার প্রতিযোগিতামূলক ক্রিকেট ফেরানোর পথে আছে অস্ট্রেলিয়া। ডারউইন অ্যান্ড ডিস্ট্রিক্টের ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট শুরু করার পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ। যা শুরু হবে আগামী ৬ জুন। আর এটি হবে করোনায় খেলা বন্ধ হওয়ার পর অস্ট্রেলিয়ায় কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেট।
প্রতিযোগিতাটির প্রিমিয়ার গ্রেড শুরু হবে টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে। এরপর হবে ওয়ানডে টুর্নামেন্ট। সবমিলিয়ে ফাইনাল হওয়ার কথা আগামী ১৯ সেপ্টেম্বর।
চলতি বছরের এনটি স্ট্রাইক লিগ নিয়ে অবশ্য এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ থাকাকালীন সময়ে এই টুর্নামেন্টে খেলেছিলেন অস্ট্রেলিয়ান তারকা ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার।
টুর্নামেন্ট শুরু করার আগে কোভিড-১৯ নিরাপত্তায় যে সব ব্যবস্থা নেওয়া হয়েছে, সে সম্বন্ধে নর্দান টেরিটোরি সরকারের কাছে রিপোর্ট জমা দিতে হবে ক্লাবগুলোর। ক্রিকেট অস্ট্রেলিয়ার গাইডলাইন অনুযায়ী, টুর্নামেন্টে ক্রিকেটাররা বলে ঘাম কিংবা লালা ব্যবহার করতে পারবেন না। কৃত্রিম বস্তু দিয়ে আম্পায়ারের উপস্থিতিতে বল ঘষাসহ আরও অন্যান্য বিকল্প নিয়ে কাজ করছে ডারউইন ক্রিকেট ম্যানেজমেন্ট।
এদিকে চলতি মাসের ২২ মে থেকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনসে শুরু হতে যাচ্ছে ভিন্সি প্রিমিয়ার লিগ নামের স্বীকৃত কোনো টি-টেন টুর্নামেন্ট। যেখানে অংশগ্রহণ করবেন ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের খেলোয়াড় কেসরিক উইলিয়ামস, সুনীল অ্যামব্রিস ও ওভেড ম্যাকওয়ে।
ঢাকা/কামরুল
এই পোস্টটি শেয়ার করুন